বান্দরবানের উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান

NewsDetails_01

কঠিন চীবর দান অনুষ্ঠানে  প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু
কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু
নানা আয়োজনে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে পালন করছে কঠিন চীবর দান অনুষ্ঠান। কঠিন চীবর দান পালন উপলক্ষে রোববার সকালে জেলা শহরের উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারে উপাসক-উপাসিকরা ভগবান বুদ্ধের উদ্দেশ্য চীবর দান করেন। সকালে এ উপলক্ষ্যে বোমাং রাজার বাসভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়, পরে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মহা বৌদ্ধ বিহারে শেষ হয়। অনুষ্টানে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপষ্কিার দান, বুদ্ধ মূর্তিদান, ত্রিপিটক দানসহ ধর্মীয় প্রার্থনায় মিলিত হয় বৌদ্ধ ধর্মানুসারীরা।
বান্দরবানের উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান
বান্দরবানের উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, বোমাং রাজা উ চ প্রু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং কৈ চিং চৌধুরী, প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রুসহ অনেকে উপস্থিত ছিলেন। পুণ্যার্জনের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে শতশত বৌদ্ধ অনুসারী নারী-পুরুষ এ অনুষ্ঠানে যোগদান করেন।

আরও পড়ুন