বান্দরবানেও চলছে পরিবহন ধর্মঘট

NewsDetails_01

সড়ক দুর্ঘটনার জন্য দায়ী এক চালকের সাজার প্রতিবাদে বান্দরবানেও চলছে ধর্মঘট । আর ধর্মঘটের কারণে সকাল থেকে কোন বাস জেলা শহর থেকে ছেড়ে যাইনি । ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষ আর বান্দরবানে ঘুরতে আসা পর্যটকদের । দূর পাল্লার যানবাহন চলাচল না করায় অনেকেই বাস স্টেশন থেকে ফিরে গেছেন । কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে এই ধর্মঘট। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এরই প্রতিবাদে শনিবার খুলনা বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরি সভা থেকে ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

আরও পড়ুন