বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

NewsDetails_01

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। বাংলা নববর্ষের প্রথম দিনকে বরণ করতে সকাল থেকেই স্কুল-কলেজ, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে। সকাল ৮টায় স্থানীয় রাজার মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ষবরণ উৎসব উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর । এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা । উদ্বোধনের পরে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । শোভাযাত্রায় নানা রং এর ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে সবাই । বাঙালিদের পাশাপাশি আদিবাসিরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন । পরে শুরু হয় বাংলার ঐতিহ্যবাহী গান, নৃত্যসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

আরও পড়ুন