ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই ২ কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। বাজেট অনুষ্ঠানে এলজিএসপি-৩ প্রকল্পের বান্দরবান জেলা ফ্যাসিলেটেটর উজ্জ্বল বিকাশ বড়ুয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নুর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন মামুন বিশেষ অতিথি ছিলেন।
এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য মো. কামাল উদ্দিন, মো. শহীদুজ্জামান, প্রকল্প চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশন শেষে ২০১৬-২০১৭ অর্থবছরের এলজিএসপি-৩ কর্মসূচীর আওতায় ইউনিয়নের ১৬জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ে ১টি ল্যাপটপ, ৩০জন দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, সোলার প্যানেল বিতরণ করা হয়।

আরও পড়ুন