প্রদীপ জ্বালিয়ে বান্দরবানে জন্মাষ্টমী উৎসব উদ্বোধন

NewsDetails_01

jormasstome-2বান্দরবান পার্বত্য জেলায় চারদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে । বুধবার সকালে চারদিন ব্যাপী অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলার বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ । এ সময় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু লক্ষী পদ দাশ,কেন্দ্রিয় দূর্গা মন্দিরের সভাপতি নিখিল দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাশ,অনিল কান্তি দাশ,অর্পন দাশ,সাধারন-সম্পাদক সুজন চৌধুরী jormasstome-1 সঞ্জয়সহ আরো অনেকে। চারদিন ব্যাপি অনুষ্ঠান সূচিতে বুধবারে রয়েছে সকাল ১০ টায় শ্রীমদ্ভগবদ্গীতা রসতত্ব পরিবেশন, সাড়ে ১২ ঘটিকায় ভোগারতী, সন্ধ্যা ৬টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং রাত ৮ ঘটিকায় শ্রীকৃষ্ণ কথামৃত পরিবেশন থাকবে । এছাড়াও বৃহস্পতিবারে রয়েছে সকাল ১০ ঘটিকায় জন্মাষ্টমী মহাশোভাযাত্রা, রাত ১০ টায় ভগবায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আরম্ভ । আগামী শুক্রবার রয়েছে সকালে অহোরাত্র তারকব্রহ্ম মহানামযজ্ঞ এবং শনিবার সকাল ৬ টায় মহানাম মহানামযজ্ঞে পূর্ণাহুতির মাধ্যমে শেষ হবে এই উৎসব । প্রসঙ্গত, প্রতিবছর জন্মাষ্টমী উপলক্ষ্যে বান্দরবানের রাজার মাঠে শত শত সনাতন ধর্মালম্বীর আগমন ঘটে।

আরও পড়ুন