পাহাড়ে তুলা চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

NewsDetails_01

পাহাড়ে তুলা চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তির উপর দক্ষতা বৃদ্ধিতে তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ।
বুধবার সকালে বান্দরবানের বালাঘাটা এলাকায় পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্র মিলানায়তন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন তুলা উন্নয়ন বোর্ড ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড এর উপপরিচালক ড. মো: তাসদিকুর রহমান ।
ড. মো: তাসদিকুর রহমান বলেন, পাহাড়ে আবহাওয়া ও মাটি তুলা চাষের জন্য উপযোগি । তুলার দামও বর্তমান বাজারে অনেক ভাল ।তুলা চাষের মাধ্যমে এই এলাকার পাহাড়ি জনগোষ্ঠী সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে পারে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুলা উন্নয়ন বোর্ড এর চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মো: নাসির উদ্দীন আহমেদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পাহাড়ী তুলা গেবেষণা কেন্দ্র এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মং সানু মার্মা ।
এ সময় মাটির উর্বরতা বৃদ্ধিতে কমপোস্ট সারের ভূমিকা, তুলার বীজ বপনের সময় ও সঠিক পরিচর্যা, তুলা ক্ষেতে আগাছা দমন, চারা পাতলাকরণ সহ বিভিন্ন বিষয়ে কৃষকদের মাঝে আলোকপাত করা হবে ।
তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি’র ৬০ জন কৃষক অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন