পাহাড়ের ৫ উপজেলায় সরকারি কলেজ স্থাপনের নির্দেশ

NewsDetails_01

বাঙ্গালহালীয়া কলেজ (ফাইল ছবি)
বান্দরবানের তিন উপজেলা এবং রাঙামাটির দুই উপজেলাসহ পাহাড়ের ৫ উপজেলায় ৫টি সরকারি কলেজ স্থাপনের লক্ষ্যে প্রকল্প গ্রহণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নাছিমা খানম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, রাঙামাটি ও বান্দরবান জেলার পাঁচটি উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনও সরকারি/বেসরকারি কলেজ নেই। তাই প্রকল্প গ্রহণের মাধ্যমে নতুন সরকারি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বান্দরবান ও রাঙামাটির উপজেলাগুলো হলো, রাঙামাটির বিলাইছড়ি ও জুড়াছড়ি এবং বান্দরবানের আলীকদম, রোয়াংছড়ি ও থানচি।
এই ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা বলেন,মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি,পরিকল্পনা শাখা থেকে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হবে।

আরও পড়ুন