নাইক্ষ্যংছড়ি ইউপি নির্বাচনে কোন্দল ঠেকাতে সক্রিয় আওয়ামীলীগ

NewsDetails_01

n-copyবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউপি নির্বাচনের ভোট গ্রহনের দিন যত ঘনিয়ে আসছে ততটা দলীয় কোন্দল ঠেকাতে তৎপর জেলা আওয়ামীলীগ টিম, অন্যদিকে বিএনপিও চেষ্টা করছে গ্রুপিং রাজনীতিকে দূরে রেখে নির্বাচনে বিজয় নিশ্চিত করতে।
স্থানীয় সূত্রে জানা গেছে,এই ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ কে তলব করে দলীয় কার্যালয়ে সাংগঠনিক ব্রিফিং দেয়া শেষে নাইক্ষ্যংছড়ি মার্মা সম্প্রদায় এর নৌকার সমর্থনে তসলিম ইকবাল চৌধুরী’র জনসভায় যোগদান করেন প্রধান অতিথি একেএম জাহাঙ্গীর সহ সভাপতি জেলা আওয়ামীলীগ।
বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু মার্মা, মোজাম্মেল হক বাহাদুর,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত দাস।জেলা কৃষকলীগ এর সাধারন সম্পাদক সেলিম রেজা , জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক চিং থোয়াই মার্মা প্রমুখ।
নির্বাচনের দিন যতই কাছে আসছে বিএনপি দলীয় গ্রুপিং ততই বৃদ্ধি পাচ্ছে, ভোটার বলছে, বিএনপি প্রার্থী নির্বাচনে ভুল আর আওয়ামীলীগ এর প্রার্থী তরুন প্রজন্মের হওয়ায় মানুষ নৌকার দিকে ঝুঁকে পড়েছে। অন্যদিকে বিএনপি র সাচিং প্রু জেরি ও ম্যাম্য চিং গ্রুপ পরস্পর অবিশ্বাস ও ক্রমে দুরত্ব বেড়ে যাওয়ার কারনে মাঠ পর্যায়ে ঝিমিয়ে পড়েছে।
এদিকে আওয়ামীলীগের বিরোধ প্রকাশ্যে না হলেও একটি চক্র গোপনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে বলে উপজেলা আওয়ামীলীগ এর একাধিক নেতা জানিয়েছেন।

আরও পড়ুন