নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : আহত ৫

NewsDetails_01

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে: আহতরা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৫ জন গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আহতরা হলেন, মোঃ দেলোয়ার (৩০), স্ত্রী রুবি আক্তার (২৬), বড় ভাই মোঃ বশর (৩৫), স্ত্রী জাহানারা (২৭), মা আমেনা খাতুন (৩০)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘুমধুম পূর্ব পাড়ার মৃত সোলতান আহমদের পুত্র মোঃ বশর ও দেলোয়ারের মাঝে পৈত্রিক সম্পত্তি নিয়ে মতবিরোধ চলে আসছিল। সকালে দুই ভাই জমি সংক্রান্ত বিষয় নিয়ে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই ভাইয়ের দুই স্ত্রী এবং সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন তাদের মা আমেনা। আহতদের উদ্ধার পূর্বক কক্সবাজারের উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘুমধুম ইউপি প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, এর আগেও তারা দুই ভাই অনেকবার জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় ভাবে কয়েকবার বিচার শালিশে বসে সমাধানের চেষ্টা করলেও দু’পক্ষ না মানায় সুরাহা করা যায়নি। সর্বশেষ সোমবার সকালে তারা উভয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) ইমন চৌধুরী বলেন, দুই ভাইয়ের সংঘর্ষের খবর শুনেছি, তবে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন