নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে একজন নিহত

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের সীমান্তবর্তী আশারতলী ৮ নং ওয়ার্ডের পাহাড়ী এলাকায় হাতির আক্রমনে এক কাঠুরিয়া নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ হাসন আলী (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার বিকালে মোহাম্মদ হাসন আলী পাশের পাহাড়ি এলাকায় লাকরি আনতে গেলে নিখোঁজ হয়। শনিবার দুপুরে আশারতলী ৮ নং ওয়ার্ডের পাহাড়ী এলাকার খাদ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। তার শরীরে হাতির গোবর মাখা পায়ের চিহ্ন থাকায় সে বন্য হাতির আক্রমনে নিহত হয় বলে ধারণা করছে স্থানীয়রা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল কবির বলেন, সুরত হাল দেখে মৃতব্যক্তিটি হাতির আক্রমণে মারা গেছে বলেই নিশ্চিত হয়েছি আমরা।
প্রসঙ্গত, বান্দরবানের বিভিন্ন উপজেলার পাহাড়ে খাদ্যভাব, হাতি চলাচলের জায়গায় বসতবাড়ি গড়ে উঠার কারনে হাতি লোকালয়ে চলে এসে তান্ডব চালায়, আর এতে নিহত এবং আহতসহ ব্যাপক সম্পদহানীর ঘটনা ঘটে।

আরও পড়ুন