ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “মোরা” : নিরাপদ আশ্রয় নিতে বাইশারীতে মাইকিং

NewsDetails_01

এবার এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’। কক্সবাজার সহ আশপাশ এলাকায় চলছে সাত নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত। চলমান ঘূর্ণিঝড়টি আগামীকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। এসময় এর গতিবেগ ঘন্টায় ৮৮ কিলোমিটারের বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ইতিমধ্যেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করতে মাইকিং শুরু করেছে। পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব স্থানে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাধারন লোকদের জান ও মালের ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব এলাকা ছেড়ে সরকারী প্রাথমিক স্কুল গুলোকে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাইশারীর ইউপি চেয়ারম্যান মোঃ আলম জানান, বিগত সময়ে অসচেতনার কারণে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একই পরিবারের ৬ ব্যক্তি নিহত হয় এবং এলাকার সাধারন মানুষদের ঘরবাড়ী ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তাই পূর্বেই এলাকার মানুষদের সজাগ করতে মাইকিং করা হচ্ছে।

আরও পড়ুন