দেশের সামগ্রিক উন্নয়নে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই : বীর বাহাদুর

NewsDetails_01

বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা পার্বত্য এলাকার অভিভাবক। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন কালে এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন, পার্বত্য এলাকার উন্নয়নের দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন বলেই আজ পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সাধিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার বালাঘাটা আমবাগান হতে আর্দশ পাড়া সড়কের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এই সড়ক নির্মাণের ফলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হল আর বর্ষাকালে জলাবদ্ধতা অনেকটাই কম হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।
এদিকে বালাঘাটা আমবাগান হতে আর্দশ পাড়া সড়কের উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুলের একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন এবং এক আলোচনা সভায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল কুদ্দুছ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো: আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা,২ নং ওর্য়াড পৌর কাউন্সিল মোহাম্মদ আলী, ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আবুল খায়ের আবু,পৌর মহিলা কাউন্সিলর উজলা তঞ্চঙ্গ্যা, সাবেক কাউন্সিলর মো. কামাল উদ্দিন মেম্বার,বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠা মো.রেজাউল করিম চৌধুরী.পরিচালক মো.শহীদুল হকসহ বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন