থানচির অপহৃত কারবারী আথুই মং মারমাকে উদ্ধার

NewsDetails_01

কারবারী আথুই মং মারমা
বান্দরবানে থানচি উপজেলা থেকে অপহরণের শিকার অপহৃত কারবারী আথুই মং মারমাকে উদ্ধার করেছেন ৩৮ বিজিবি। আজ বৃহস্পতিবার বিকালে থানচি উপজেলার নাফাখুম এলাকা উহ্লাচিং পাড়া এলাকায় বিজিবির টহল দলের অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় থানচি বাজার থেকে ৪ কিলোমিটার দূরের তুংখং পাড়া এলাকার প্রধান আথুই মং মারমা ও তার স্ত্রী আ প্রু মং মারমাসহ ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তখন ধারণা করা হয় তারা অপহরণের শিকার হয়েছে। গত ১৩ মে আপ্রুমা মারমা (৪৪) ও একই পাড়ার বাসিন্দা মেনু প্রু মারমা (৩২) কে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। আজ স্থানীয় জোন কমান্ডার নেতৃত্বে অভিযানে তারা মুক্ত হয়।
জোন কমান্ডার হাবিবুল হাসান (পিএসসি) জানান, আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়েছি, অভিযানে আমাদের উপস্থিতি টের পেয়ে কারবারীকে রেখে তারা পালিয়ে যায়। এদিকে কারবারী আথুই মং মারমাকে উদ্ধারের পর স্থানীয় ক্যাম্পে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন