থানচিতে পর্যটকের মৃত্যু

NewsDetails_01

বান্দরবান থানচি উপজেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক পর্যটক নিহত ঘটনা ঘটেছে । গত সোমবার ১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে ২নং তিন্দু ইউনিয়নে চেয়ারম্যান মং প্রু অং মারমা এর শিল গিড়ি গেষ্ট হাউজে এই ঘটনা ঘটে । পর্যটকের নাম ইকবাল হোসেন (৫৫)। মঙ্গলবার ভোরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক এই পর্যটকে মৃত ঘোষনা করেন। সে রাজশাহী বিভাগের নাটোর জেলা চকবন্ধনাথ গ্রামের মৃত ইসমাইল হোসেনে পুত্র।
জানা যায়, কবিরাজ শামীমের নেতৃত্বে রাজশাহী থেকে ৩৩জনের একটি পর্যটক দল বান্দরবানে থানচিতে পর্যটক হিসেবে ১১ ফেব্রুয়ারি থানচি থানায় নাম এ্যান্টি করেন । রেমাক্রী এলাকা নাফাখুম স্পট ঘুরে তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান মং প্রু অং মারমা তত্ত্ববধানে শিল গিড়ি গেষ্ট হাউজের রাত্রি যাপন করেন । ভোর রাত্রি ৩টা দিকে হৃদ রোগে আক্রান্ত হলে তাকে স্থানীয়দের সহযোগীতায় থানচি উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ নুরুল আলম মৃত ঘোষনা করেন। মৃত ইকবাল হোসেনকে থানচি থানা পুলিশ হেফাজতে ময়না তদন্ত শেষে মৃতদেহ তার বাড়ী নাটোরে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন