কোন রোহিঙ্গা বান্দরবানে থাকবে না : বান্দরবানের জেলা প্রশাসক

NewsDetails_01

বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা আইনশৃংখলা বিষয়ক সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক
কোন রোহিঙ্গা বান্দরবানে থাকবে না, সরকার রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা ,খাদ্য ও আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা করেছে এবং সব রোহিঙ্গাকে কুতুপালং এর শরনার্থী ক্যাম্পে হস্তান্তর করা হবে। রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা আইনশৃংখলা বিষয়ক সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
তিনি আরো জানান, এ পর্যন্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্টে প্রায় ছাব্বিশ হাজার রোহিঙ্গা অবস্থান নিয়েছিল এবং তাদের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের পশ্চিমকুল থেকে সাত হাজার পরিবারকে ইতিমধ্যে কুতুপালং শরনার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে এবং পর্যায়ক্রমে আশ্রয় নেয়া অন্যান্যা রোহিঙ্গাদের ও সরিয়ে কুতুপালং ক্যাম্পে নেয়া হবে।
আইনশৃংখলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,সেনাবাহিনীর ১২ ইসিবির ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মো:আলী আহসান,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সিভিল সার্জন ডা:অংসুইপ্রæসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীন সমস্যা এবং এই সমস্যার কারণে আমাদের ও কষ্ট পেতে হচ্ছে এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে সকলে মিলেই রোহিঙ্গাদের সার্বিক সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্বল হয়েছে ।
প্রসঙ্গত,গত আগষ্ট মাসে মিয়ানমারে সহিংসতার কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্টে প্রায় ছাব্বিশ হাজার রোহিঙ্গা অবস্থান করছে এবং গত ৩ অক্টোবর থেকে এ পর্যন্ত সাতহাজার জন রোহিঙ্গাকে কুতুপালং এর শরনার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন