উ: উইচারিন্দা মহাথেরকে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ পদে ভূষিত

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা উ:উইচারিন্দা মহাথেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
বান্দরবান ও রাঙ্গামাটি দুই পার্বত্য জেলার সর্বস্তরে বুদ্ধ শাসনে ধারক বাহক পরম পূজ্য অনুতর পূণ্যক্ষেত্র শ্রদ্ধেয় ভিক্ষু সংঘসহ ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের কর্তৃক আয়োজিত বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদরে অবস্থিত রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ মহামান্য সংঘরাজ ভদন্ত উ: উইচারিন্দা মহাথের কে সংঘ নিকায় হিসেবে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ পদে ভূষিত করা হয়েছে।
আজ সোমবার সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলা বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ও মাহায়ানা নিকায়ের মহামান্য সংঘনায়ক ভদন্ত উ.ঞানাওয়াইনসা মহাথের, বান্দরবান রোয়াংছড়ি বাসষ্টেশন সার্বজনীন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উ.পাইরিচা মহাথের, বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ অনাথালয় পরিচালক, নাইক্যক্ছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও অগ্র মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা মায়ানমার সরকার উপাধি ভূষিত ভদন্ত উ. খেমাচারা মহাথের, বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ও রাজ গুরু ভদন্ত উ. পঞঞাজোত মহাথের, রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে উপধ্যক্ষ ও পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু পরিষদের সভাপতি উ.পঞ্নাইন্দা মহাথের, বালাঘাটা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ও পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু পরিষদের সচিব উ. তেজপ্রিয় থের,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, আর্মি ক্যাম্পের মেজর এস.কে সালাউদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা প্রমুখ। এছাড়া ভিক্ষু সংঘসহ হাজারো ধর্মপ্রাণ নর-নারী, দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন