উপজেলা পরিষদ নির্বাচন : লামায় আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন ২৮ নেতাকর্মী

NewsDetails_01

নির্বাচন কমিশন কর্তৃক আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষণা হবে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল, আর মার্চে নির্বাচন। গণমাধ্যমে এ খবর আসার পর থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা শুরু করে দিয়েছেন প্রচার-প্রচারনা। এরই ধারাবাহিকতায় দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার লামা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ আনুষ্টানিকভাবে মনোনয়নপত্র নেতাকর্মীদের হাতে তুলে দেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদকক ছাচিং প্রু মার্মা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দীন ও আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক আহমদ চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় আইচ, শাখাওয়াত হোসেন, সদস্য মেহেরাজ উদ্দিন মিন্টু, থোয়াইক্য মার্মা, নিত্য দাস, রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াতুল ইসলাম,সদস্য বাছেত হোসেন, যুবলীগের সভাপতি জাহেদ উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, দিদারুল হক চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব অংক্রানু মার্মা সুন্দরী, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনুসাং মার্মা, বৈশালী বড়ুয়া, আজিজনগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুলসুমা বেগম, সরই মহিলা আওয়ামীলীগ নেত্রী খালেদা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগ নেত্রী মিল্কি রানী দাশ, তাঁতী লীগ নেত্রী সুমনা আক্তার জিন্নাত মনোনয়নপত্র সংগ্রহ করেন। চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩জন ও ৮ মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহের সত্যতা লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল নিশ্চিত করেন।

আরও পড়ুন