আলীকদমে ২০০পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় মরণ নেশা ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রেজাউল করিম (২৮) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার বিকালে আলীকদম-চকরিয়া সড়কের কানামেম্বার ঘাট এলাকার চেক পোষ্টে দায়িত্বরত সদস্যরা একটি জীপ গাড়িতে তল্লাশী চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করেন। এ সময় তার কাছ থেকে ইযাবা বিক্রির নগদ ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়। আটক রেজাউল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের বাসিন্দা দুলা মিয়ার ছেলে।
সূত্র জানায়, ইয়াবা বিক্রি শেষে রেজাউল করিম জীপ গাড়ি যোগে আলীকদম থেকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে কানা মেম্বার ঘাট এলাকার চেক পোষ্টে দায়িত্বরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা একটি জীপ গাড়িতে তল্লাশী চালায়। এ সময় রেজাউল করিমকে আটকের পর তার কাছ থেকে ২০০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করেন। পরে প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে আটককৃতকে আলীকদম থানায় সোপর্দ করে সেনাবাহিনী। ইয়াবাসহ রেজাউলকে আটকের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন