আলীকদমে মোরায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ইউএনডিপি’র অর্থ প্রদান

NewsDetails_01

আলীকদমে ইউএনডিপি কর্তৃক মোরা’’য় ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান
বান্দরবানের আলীকদম উপজেলার চারটি ইউনিয়নে ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ইউএনডিপি। সোমবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইউএনডিপি-বাংলাদেশ অফিসের প্রোগ্রাম এনালাইসিস্ট মো. আরিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসআইডি-সিইএইচটি-ইউএনডিপি’র বান্দরবান ডিস্ট্রিক্ট ম্যানেজার খুশিরায় ত্রিপুরা, সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ।
ইউএনডিপি সূত্র জানায়, ঘূর্ণিঝড় মোরা’য় আলীকদম উপজেলায় অসংখ্য ঘরবাড়ি নষ্ট হয়েছে। অপেক্ষাকৃত বেশী ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে পরিবারপ্রতি ৫ হাজার টাকা হারে সাড়ে ১২ লক্ষ টাকা প্রদান করা হয়।
সভায় ইউএনও মো. নায়িরুজ্জামানসহ অন্যান্য বক্তারা বলেন, ঘূর্ণিঝড় মোরা’র আলীকদমে ১০/১২ টি প্রাথমিক বিদ্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব বিদ্যালয়ে পড়ালেখা চালু রাখতে বর্তমানে নানা সমস্যা হচ্ছে। তাঁরা এসব বিদ্যালয় মেরামতে আর্থিক অনুদানের জন্য ইউএনডিপি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

আরও পড়ুন