আলীকদমে মটরযান চালকদের মাস ব্যাপি প্রশিক্ষণ শুরু

NewsDetails_01

আলীকদমে মটরযান চালকদের মাস ব্যাপি প্রশিক্ষণ
বান্দরবানের আলীকদম উপজেলায় মটরযান চালকদের মাস ব্যাপি প্রশিক্ষন শুরু হয়েছে। আজ শুক্রবার উপজেলার থানা প্রাঙ্গনে আলীকদম থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও কর্মমুখী শিক্ষা কার্যক্রম, চালকদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন হয়।
অনুষ্ঠানে ১নং আলীকদম ইউনিয়নের চেয়ারম্যান ও আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুবুর রহমান পিএসপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রশিক্ষণের উদ্যোক্তা আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ্, ৪নং করুপপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংরিমং মার্মা,গণমাধ্যম কর্মী হাসান মাহামুদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা ও বিভিন্ন মটরযানের চালকরা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ্,আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুবুর রহমান পিএসসি, ১ং আলীকদম ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন, ৪নং করুপপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো,আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংরিমং মার্মা,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামশুল আলম প্রমুখ।
চালকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন,এই প্রশিক্ষন বিভিন্ন মটরযান চালকদের জন্য। মোটর চালকদের ড্রাইভিং লাইসেন্স নিতে এই প্রশিক্ষণ সহায়ক ভূমিকা পালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান পিএসসি বলেন, আপনারা যারা মটরযান চালান তাদের উপর অনেক মানুষের প্রাণ নির্ভর করে। দ্রুত বা প্রতিযোগিতামূলক গাড়ী চালাবেন না, কারণ আমাদের অধিকাংশ রাস্তা হলো পাহাড়ি ঢালুতে ও আকাঁবাকাঁ। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী, একটি মানুষের উপর অনেকগুলো মানুষ নির্ভর করে থাকে, তাই আপনারাও নিরাপদ থাকুন ও যাত্রীকেও নিরাপদ রাখার চেষ্টা করুন।

আরও পড়ুন