আলীকদমে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

NewsDetails_01

আলীকদমে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ
বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার সকালে ইউএনডিপি ও বিএনকেসের যৌথ পরিচালনায় সামাজিক দ্বন্দ্ব, বৈষম্য নিরসন ও সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইউএনডিপির বান্দরবান জেলার কর্মকর্তা খুশি রায় ত্রিপুরার সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনাজিমুল হায়দার।
উক্ত বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির এসআইডি সিএইচটি প্রকল্প প্রধান ঝুমা দেওয়ান, বিএনকেস এর নির্বাহী সদস্য উবানু মার্মা, সামাজিক দ্বন্দ্ব, বৈষম্য নিরসন ও সামাজিক বনায়ন প্রকল্পের আলীকদম উপজেলা প্রকল্প কর্মকর্তা উইলিয়াম মার্মা ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আলীকদম উপজেলা উক্ত প্রকল্পের আওতায় সামাজিক বনায়নের উপর কৃষকদের প্রশিক্ষণ, মহিলাদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন খেলার প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন