আলীকদমে দুই মদ্যপকে ১০ হাজার টাকা জরিমানা

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় দেশে তৈরি চোলাই মদ বহন ও পানের দায়ে দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে এ জরিমানা করেন। দন্ডিতরা হলেন- রাঙামাটি সদর উপজেলার বনরুপার বাসিন্দা মৃত আবুল হাসেমের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও আলীকদম উপজেলার মংচিং হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত হরি মোহন দের ছেলে নেপাল দে (৫৫)।
এর আগে দুপুর ২টার দিকে আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মঈন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা মংচিং হেডম্যান পাড়ায় অভিযান চালায়। এ সময় দেশে তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করেন। পরে আটকদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে; আদালতের বিচারক ১৯৯০ সালের মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ ধারার টেবিল ১১(গ) মতে অভিযোগ প্রমাণিত হলে প্রতিজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। আলীকদম থানা পুলিশের উপ পরিদর্শক মো. আজমগীর দুই মদ্যপকে জরিমানার করার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন