আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি করেছিল বলে আজ পাহাড়ে উন্নয়নের জোয়ার : রুমায় বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের রুমায় উপজেলায় সফররত পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ অন্যরা
প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তি করেছিল বলে আজ পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে । শান্তিচুক্তির ফলে আজ পার্বত্য জেলা উন্নয়নের জোয়ারে ভাসছে। বান্দরবানের রুমায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কালে এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের রুমা উপজেলার মিনঝিড়ি পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪ কোটি ৭ লক্ষ টাকা ব্যায়ে ৫টি উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন,আওয়ামীলীগ সরকার পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন বলে আজ পাহাড়ে উন্নয়ন হচ্ছে। এমন একটা সময় ছিল, যখন বান্দরবানের জেলা থেকে শুরু করে জেলার বিভিন্ন উপজেলার মানুষ তাদের নিজের বাসা থেকে একা বাজারে বা অন্য কোন স্থানে নিরাপদে চলাচল করতে পারতো না। ১৯৯৭ সালে আওয়ামীলীগ সরকার শান্তি চুক্তি করেছিল বলে আজ পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মো.আসলাম হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু,সদস্য জুয়েল বম,সদস্য থোয়াইহ্লা মং মার্মা,সদস্য তিং তিং ম্যা,রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামসুল ইসলাম,রুমা উপজেলা চেয়ারম্যান অং থোয়াই চিং মার্মা,জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো:রেদুয়ানুল হালিম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছিন আরাফাত,সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ,সহকারী প্রকৌশলী তুসি চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী তাপস দাশসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় রুমা উপজেলার রুমা মুন্নম পাড়া সড়ক হতে মিনঝিড়ি পাড়া পর্যন্ত সড়ক, রুমা খেয়াং ঝিড়ি হতে মিনঝিড়ি পাড়ায় জি এফ এস এর মাধ্যমে পানি সরবরাহ করণ,রুমা উপজেলার মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহার, রুমা উপজেলার মিনঝিড়ি পাড়ার সম্মুখে যাত্রী ছাউনির নির্মাণসহ মোট ৪ কোটি ৭ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন