আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে পার্বত্য এলাকার জনসাধারণ উপকৃত হয় : বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলায় প্রকল্পের উদ্বোধন করছেন বীর বাহাদুর উশৈসিং এমপি
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে পার্বত্য এলাকার জনসাধারণ উপকৃত হয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে এগিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলসহ সারা বাংলাদেশ। আওয়ামীলীগ সরকার বাংলার মানুষ কে স্বপ্ন দেখাই না সকল প্রকার স্বপ্ন বাস্তবায়ন করে।
আজ শনিবার সকালে বান্দরবানের রুমা উপজেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ৩কোটি ২১লক্ষ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের উদ্বোধন কালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার পার্বত্য এলাকার গরীব মেহনতি মানুষের ভাগ্যে উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
বান্দরবানের রুমা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ৩কোটি ২১লক্ষ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
প্রকল্পগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হোস্টেল নির্মাণ ৯০ লক্ষ টাকা, রুমা পাইলট পাড়ায় জামে মসজিদ নির্মাণ ৩১লক্ষ টাকা, রুমা উপজেলা পরিষদ মসজিদ নির্মাণ ৪০লক্ষ টাকা, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে মুনলাই পাড়া কমিউনিটি সেন্টার নির্মাণ ১০লক্ষ টাকা, বম কমিউনিটি সেন্টার সংস্কার ২০লক্ষ টাকা, রুমা বাজার ঘাট সিড়ি নির্মাণ ১৫লক্ষ টাকা, রুমা থানা মসজিদ নির্মাণ ১৫লক্ষ টাকা ও জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের ১কোটি টাকা ব্যায়ে পানি শোধনাগার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্যসা প্রু, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য জুয়েল বম, সদস্য সিং ইয়ং ম্রো, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা, রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল আলম, সহকারী প্রকৌশলী মোঃ মজিবুর রহমানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় পাইন্দু ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে এলজিএসপি ও কাবিটা প্রকল্পের আওতায় সোলার, জেনারেটর, টিন ও নগদ টাকা বিতরণ করা হয়। পরে রুমা সদর ইউনিয়ন পরিষদে জনসভায় যোগ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন