হয়রানির প্রতিবাদে লামায় সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন

NewsDetails_01

লামায় সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
বান্দরবানের লামায় জমি জবর দখল, আত্মসাৎ, মিথ্যা সংবাদ পরিবেশন ও হয়রানির প্রতিবাদে বুধবার সাংবাদিক সম্মেলন করেন লামা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম মাওলানা আমিনুল হক আজাদের পরিবার।
লিখিত বক্তব্যে সূত্রে জানা যায়, আমিনুল হক আজাদের নামীয় বাবার প্লট নং- ১০ সীট নং ১২,দাগ নং ২৩৯২,২৪১০,২৪৩৩, এই তিনটি দাগ মূলে ২৯৪ নং দরদরী মৌজায় ২৫.০০(পঁচিশ একর) ৩য় শ্রেণীর জমি জেলা প্রশাসক হইতে লিজ প্রাপ্ত হইয়া উক্ত জমিতে বাগান সৃজন করে ভোগ দখলে আছে। অপরদিকে আবুল হোসনে গং লোভের বশবর্তী হইয়া অন্য এলাকার ভুয়া কাগজ পত্র প্রদর্শন করে এতিম পরিবারের ২৫.০০ একর ৩য় শ্রেনীর জমি জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনুল হক আজাদের বড় ছেলে আতাউল্লাহ।
মরহুম মাওলানা আমিনুল হক আজাদের বাসা লামা বাজার এলাকায় হওয়ায় দরদরী বৈক্ষমঝিরি এলাকায় রুপসিপাড়ার আবুল হোসেন গং রাবার প্লটের সাথে বিরোধ দেখিয়ে বিভিন্ন সময় রাবারসহ বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে কেটে নিয়ে যায়।
এদিকে আবুল হোসনে গং মিথ্যা তথ্য দিয়ে রাবার প্লট বাতিল করে এতিম অসহায় পরিবারের বাগান ও জমি আতœসাতের উদ্দ্যেশে জেলা প্রশাসক বরাবর আবেদন করে। আবেদনে আবুল হোসনে গং উক্ত রাবার প্লটে মসজিদ, মাদ্রাসার জমি আছে বলে উল্লেখ করলেও বাস্তবে ১০ নং রাবার প্লটের আশেপাশে কোন প্রতিষ্ঠান নেই।
উল্লেখ্য, আবুল হোসনে গংদের নামে রাবার প্লট ১০ হতে গাছ চুরির অভিযোগে লামা জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর- ১৩/১৭ মামলা চলমান আছে।

আরও পড়ুন