বান্দরবান শহরের উজানীপাড়াস্থ সনাতনী যুব সংঘ (উসযুস) এর নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের পাহাড়িকা হোটেলে তিন বছর মেয়াদের এই নতুন কমিঠি গঠন করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসাবে আছেন, তাপস কান্তি দাশ, বিশেষ উপদেষ্টা রানা চৌধুরী, প্রধান সমন্বয়ক টুটল দাশ, সভাপতি সুজন দেব (বাবলা), সহ-সভাপতি সুজন দাশ, সাধারণ সম্পাদক, অন্তর দাশ এবং সদস্য হিসাবে মিলন দেব, নয়ন মল্লিক,জিকু দাশ প্রমুখ।
অসংখ্য ধন্যবাদ।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB