শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

NewsDetails_01

খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী ইতি চাকমা হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। বুধবার সকালে রাজার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে প্রেস ক্লাবে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশ বক্তারা বলেন, পাহাড় এবং সমতলে যেকোন নারী আজ নিরাপত্তাহীনতার শিকার। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী নির্যাতন ও খুনের ঘটনা বাড়ছে। পরে ইতি চাকমা হত্যার ঘটনায় খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ি নিজ বাসায় গলা কেটে হত্যা করা হয় খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী ইতি চাকমাকে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন