লামা সদর ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার লামা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। রবিবার বিকালে লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. শাহ্ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর। এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারন সম্পাদক মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক ছাচিংপ্রæ মার্মা, মিন্টু কুমার সেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কালাম মুন্না, আওয়ামীলীগ নেতা খেলু মং মার্মা ও পিলিপস ত্রিপুরা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফাতেমা পারুল প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। আলোচনা সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মো. শাহ্ নেওয়াজ, সাধারন সম্পাদক পদে মো. জহিরুল ইসলামকে ও সাংগঠনিক সম্পাদক পদে খেমাছিং মার্মা নির্বাচিত হয়। পরে জেলা নেতৃবৃন্দ আগামী ২০ দিনের মধ্যে ৬৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন। সম্মেলনে তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন। সভার সঞ্চালনা করেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের অক্লান্ত প্রচেষ্টায় বান্দরবান আজ আদর্শ জেলায় পরিণত হয়েছে। তার এ প্রচেষ্টায় গত কয়েক বছরে জেলার ৭টি উপজেলায় ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ মাদ্রাসা, সড়কসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। বর্তমানেও জেলার প্রতিটি উপজেলায় বসবাসকারি জনসাধানের মানোন্নয়নে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ চলছে।

আরও পড়ুন