লামায় ১৫শ শীতার্তকে কম্বল বিতরণ করলেন মে হ্লা প্রু

NewsDetails_01

লামায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করছেন মে হ্লা প্রু
বান্দরবানের লামা উপজেলায় ২য় দিনের মতো শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সহধর্মিনী মে হ্লা প্রু উপজেলার দুইটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ১৫শ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে লামা আর্মি ক্যাম্প ইনচার্জ মীর্জা নাফিস সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, মোস্তফা জামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী’র সহধর্মিনী কামরুন্নেছা, জেলা ক্রীড়া সংগঠক উমেনু মারমা, জেলা মহিলালীগের সহ-সভাপতি এমেচিং মারমা বিশেষ অতিথি ছিলেন। এর আগে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর ও লামা সদর ইউনিয়নে বৈল্লারচর এলাকায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মিনী মে হ্লা প্রু।
বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি মে হ্লা প্রু বলেন, আমি রাজনীতি করতে আসিনি বা কোন ভোট খুঁজতেও আসিনি। আমি মানবতার টানে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।
প্রসঙ্গত: কাল ৮ ডিসেম্বর শুক্রবার জেলার আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করবেন প্রতিমন্ত্রী সহধর্মিনী মে হ্লা প্রু।

আরও পড়ুন