লামায় সন্ত্রাসী হামলায় ৪ ব্যবসায়ী আহত

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলায় চার ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, প্রদীপ বড়ুয়া (৩৪), মনোরঞ্জন বড়ুয়া (৩১), মো. জসিম উদ্দিন, (৩০) ও মো. মাহাবুবর রহমান (৩৩)। এরা সবাই রুপসীপাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেয়া হয়েছে।
আহত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ গাছ বাঁশ ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায় করে আসছে। এরই ধারাবাহিকতায় চার ব্যবসায়ীর নিকট চাঁদা ধার্য্য করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে ব্যবসায়ীরা চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই চার ব্যবসায়ী ব্যবসায়ীক কাজে ডলুজিরি এলাকায় গেলে সন্ত্রাসীরা হামলা করে, এতে চার ব্যবসায়ীই আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন,হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন