বান্দরবানের লামা উপজেলায় লীজপ্রাপ্তির ৩ বছর পার হলেও জমি বুঝে পায়নি গ্রহীতা। জমির গ্রহীতা মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাজী সোলায়মান শনিবার এ অভিযোগ করেন। জমি বুঝে পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি। সূত্র জানায়, চুক্তিপত্র দলিল নং-১৩৩৫/২০১৫ মূলে লামা উপজেলার ৩০১ নং সরই মৌজার হোল্ডি নং- হর্টি/ ৯০ এর ৪৫৬দাগের আন্দর ৭ একর এবং ৪৫৭ দাগের আন্দর ৩ একরসহ মোট ১০ একর ৩য় শ্রেনীর জমি লীজপ্রাপ্ত হন চট্টগ্রামস্থ মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। লীজপ্রাপ্ত হয়েও জমিতে কোন প্রকার বাগান সৃজন করতে পারছেনা সংস্থাটির কর্তৃপক্ষ। জমির গ্রহীতা মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ (প্রা:) লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাজী সোলায়মান জানান, তিনি লীজপ্রাপ্ত জমিতে বাগান সৃজন করতে গেলে পাশের জমির মালিক দ্বারা বাধা প্রাপ্ত হন। অথচ সরকারী নিয়মানুযায়ী জমির খাজনা পরিশোধ করে আসলেও সরকারীভাবে তিনি এখনও জমি বুঝে পায়নি। তাই সরকারীভাবে জমি বুঝিয়ে দিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। দ্রুত সময়ে জমি বুঝে না পেলে অপূরনীয় ক্ষতির সম্মুখিন হবেন বলেও জানান তিনি।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB