লামায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

NewsDetails_01

সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায়ও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারী সংস্থা কারিতাস’র খাদ্য নিরাপত্তা ও স্যাপলিং প্রকল্পের যৌথ সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এই উপলক্ষ্যে সোমবার সকালে ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) সায়েদ ইকবাল’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা সিল্ক অফিসার জুয়েল তালুকদারের সঞ্চালনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা মো. রাশেদ পারভেজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজিম, খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মামুন সিকদার, স্যাপলিং প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ইয়াহিয়া আহমেদ বিশেষ অতিথি ছিলেন। সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষার জন্য আমাদের দেশে যে পরিমান গাছ পালা থাকা দরকার; তা আর নেই। নির্বিচারে বন ধ্বংসের কারনে বন্য প্রাণী ও পরিবেশ বিলুপ্তির পথে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বছরে কমপক্ষে একটি করে গাছ রোপনসহ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতি পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পচনশীল দ্রব্যাদির ব্যবহার বাড়াতে হবে। পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ ২০০ জনের মাঝে ফলজ গাছের চারা ও ৪০জন চাষীর মাঝে ৪৫০ কেজি উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করেন।

আরও পড়ুন