লামায় বন্য শূকরের আক্রমণে কৃষক আহত

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় বন্য শূকরের আক্রমণে বরেন্দ্র ত্রিপুরা (৩৮) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি লেবুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। বরেন্দ্র ত্রিপুরা টিয়ার ঝিরি পাড়ার বাসিন্দা শিগুয়ান ত্রিপুরার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বরেন্দ্র ত্রিপুরা প্রতিদিনের মত রবিবার দুপুরে বাড়ির পাশে লেবুঝিরি এলাকায় নিজের জমিতে চাষ করতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় অতর্কিতভাবে পাহাড় থেকে একটি বন্য শূকর নেমে তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বরেন্দ্র ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, বন্য শূকরের কামড়ে বরেন্দ্র ত্রিপুরার ডান হাতটি প্রায় ছিড়েঁ গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন