লামায় পোষ্ট ই সেন্টারের ৩টি ল্যাপটপ চুরি

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় চোরের উপদ্রব থেমে নেই। প্রতিনিয়তই সংঘবদ্ধ চোরেরা কোন না কোন বাসা-বাড়ি কিংবা প্রতিষ্ঠানে চুরি করছে। মোটর সাইকেল, দোকানের মালামাল, বাড়ি-ঘরের দামি জিনিসপত্র চুরির সাথে এবার তারা হানা দিতে শুরু করেছে সরকারি স্থাপনায়। চোরের দল লামা উপজেলা পোষ্ট অফিসে দ্বিতীয় বারের মত হানা দিয়ে পোষ্টাল ই-সেন্টারের তিনটি দোয়েল ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। ইতি পূর্বে আরো একবার রাতের আঁধারে পোষ্ট অফিসে হানা দেয় চোরের দল।
লামা পোষ্ট মাস্টার ছিদ্দিকুর রহমান সরকার জানায়, গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৩ দিন পোষ্ট অফিস বন্ধ ছিল। সোমবার সকালে অফিস খুলে পোষ্টাল ই-ট্যাকনিশিয়ান কাকলি আক্তার ই-সেন্টারের টেবিল খালি দেখতে পান।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক অপু বড়ুয়া বলেন, পোষ্টাল ই-সেন্টারের ল্যাপটপ চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পোষ্টমাষ্টার ছিদ্দিকুর রহমান সরকার, পোষ্টাল ই-সেন্টারের টেকনিসিয়ান কাকলি আক্তার ও নাইট গার্ড মো. সিরাজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চুরির বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। নিরাপত্তার জন্য রাতে পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন