লামায় জীপ গাড়ি খাদে পড়ে চালক নিহত

NewsDetails_01

লামায় খাদে পড়া জীপ গাড়ি
বান্দরবানের লামা উপজেলায় কাঠ বোঝাই একটি জীপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে চালক মো. হারুণ (২৭) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের হাজীর রাস্তা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। হারুন আজিজনগরের কালামিয়া পাড়ার বাসিন্দা মুসলিম উদ্দিন কালা মিয়ার ছেলে।
জানা গেছে, আজিজনগরের দুর্গম পাহাড়ি এলাকার একটি রাবার বাগান থেকে জ্বালানী কাঠ বোঝাই করে সোমবার সন্ধ্যায় একটি জীপ গাড়ি চকরিয়া যাচ্ছিল। গাড়িটি হাজী রাস্তা নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িসহ চালক পাহাড়ি খাদে পড়ে যায়। এতে গাড়ি চালক মো. হারুন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রæত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায় হারুন। জীপ গাড়ি খাদে পড়ে চালক হারুনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ স্বপন সাহা ।

আরও পড়ুন