লামায় কৃষক ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ও বান্দরবান ইক্ষু গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কৃষি অফিস মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহা-পরিচালক ড. মফিজুর রহমান। বান্দরবান ইক্ষু গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ক্যছেন’র সভাপতিত্বে আলোচনায় ফুড প্রসেচিং এক্সপার্ট ড. মাহাবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার দাশ বিশেষ অতিথি ছিলেন। প্রশিক্ষনণ ৩০ জন কৃষাণ-কৃষাণীকে হাতে কলমে জ্যাম, জেলী, আচার, চিপস, টমেটোর সস বানিয়ে দেখানো ও খাওয়ানো এবং বার্গার ইত্যাদি তৈরী করে খাওয়ানো হয়।

আরও পড়ুন