লামায় কাল বিভিন্ন উন্নয়ন কাজের উদ্ভোধন করবেন বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং (এমপি)
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি কাল শুক্রবার বান্দরবানের লামা উপজেলায় যাচ্ছেন। এক দিনের সরকারি সফরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, পরিদর্শন, অনুদান ও চাল বিতরণ করবেন তিনি। প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা গেছে।
পত্রসূত্র মতে, এদিন সকালে প্রতিমন্ত্রী উপজেলার গজালিয়া ইউনিয়নের গাইন্দা পাড়ায় প্রব্যজ্জ্যা অনুষ্ঠানে যোগদান শেষে লামা পৌরসভার অসহায় স্বল্প আয়ের মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করবেন। এরপর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ববধানে নির্মিত মাতামুহুরী ডিগ্রী কলেজের কনফারেন্স রুম, শহীদ মিনার, বাউন্ডারী ওয়াল ও ছাত্রী হোস্টেলের উদ্বোধন করবেন তিনি। পরে মাতামুহুরী নদীর মেরাখোলা পয়েন্টে সদ্য নির্মিত ব্রিজ পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশ গ্রহণ করবেন। শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পৌরসভায় স্থাপিত সোলার স্ট্রিট লাইট উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন