লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি লুলাইং হেডম্যান পাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৯ পরিবারের মাঝে যৌথভাবে ত্রাণ বিতরণ করেছে বান্দরবান জেলা পরিষদ, জেলা প্রশাসন, গজালিয়া ইউনিয়ন পরিষদ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকালে লুলাইং বাজারে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নির্দেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল ও নির্বাহী অফিসার খিনওয়ান নু ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার প্রধানের হাতে ৩ বান ঢেউটিন, ২০ কেজি চাল, নগদ ৬ হাজার টাকা, ১০টি করে কম্বল, লুঙ্গি, থামি, টপ, গেঞ্জি, তেল, মসলা, ৩টি করে মশারী, হাড়ি-পাতিল, থালা-বাসন তুলে দেন। এছাড়া নিহতের অভিভাবককে ৩০ হাজার টাকা ও আহত ১ জনকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হয়। এতে বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা, মো. রফিকুল ইসলাম, মৌজা হেডম্যান সিংপাশ মুরুং, ইউনিয়ন পরিষদ সদস্য নিপিউ মুরুং, ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ সহ প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগের দিন সন্ধ্যায় সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ লিটার খাওয়ার তেল, আধা কেজি লবণ, ৫টি করে কম্বল, ৫টি সুয়েটার ও নগদ ১ হাজার (কাউকে ৫শত) টাকা ও চিকিৎসা সেবা প্রদান করেন। এদিকে আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।

আরও পড়ুন