লামার রুপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড উপ নির্বাচন ২৮ ডিসেম্বর

NewsDetails_01

আগামী ২৮ ডিসেম্বর বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শূণ্য আসনের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বান্দরবান জেলা নির্বাচন অফিসারের স্মারক নং ১৭.০৩.০৩০০.০০০.৪১.০০২.১৩-২৬৯ মূলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এবং বিধি ১০ অনুযায়ী এ নির্বাচনের সময়সূচী নির্ধারণ করে ১৩ নভেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ নভেম্বর, ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। ১৪ নভেম্বর থেকে ছুটির দিনসহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনে অংশ গ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের নিকট মনোনয়ন পত্র বিক্রি করা হবে। উল্লেখ্য, গত ১৬ আগস্ট এ আসনের নির্বাচিত সদস্য আবদুল শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে নির্বাচন কমিশন পদটি শূণ্য ঘোষনা করে।
লামা উপজেলা নির্বাচন অফিসার ও রুপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নববিন্দু নারায়ন চাকমা আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন