লামার মুক্তিযোদ্ধা অর্জুন শীল আর নেই

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার বীর মুক্তিযোদ্ধা অর্জুন শীল (৭০) আর নেই। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি লামা পৌরসভা এলাকার হাসপাতাল পাড়ার বাসিন্দা মৃত টুনু রায় শীলের ছেলে। জানাগেছে, মুক্তিযোদ্ধা অর্জুন শীল গত কয়েক মাস ধরে শারিরীকভাবে অসুস্থ্ ছিলেন। বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসাও নেন তিনি। শনিবার বিকালে তিনি বুকের ব্যথা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে লড়েছিলেন বীর মুক্তিযোদ্ধা অর্জন চন্দ্র শীল। মৃত্যুজনিত কারণে শাস্ত্রগতভাবে শনিবার রাত ১০টায় হাসপাতাল পাড়াস্থ শ্নশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার সৎকার সম্পন্ন করা হবে। মুক্তিযোদ্ধা অর্জুন শীলের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন