লামার তিন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন মে হ্লা প্রু

NewsDetails_01

লামায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মীনি মে হ্লা প্রু
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৭শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সহধর্মীনি মে হ্লা প্রু।
শনিবার বিকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের মফিজ বাজার এলাকায় এ কম্বল বিতরণ করেন তিনি। এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামাল ও ছাচিং প্রু মার্মা, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী’র সহ ধর্মীনি কামরুন্নেছা, জেলা ক্রীড়া সংগঠক উমেনু মারমা, জেলা মহিলা লীগের সহ-সভাপতি এমেচিং মারমা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খাঁন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, উপজেলা আওয়ামীলীগ নেতা বিজয় আইচ, যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ বিশেষ অতিথি ছিলেন।
এর আগে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর বাজারে ৫শ জন ও ফাইতং ইউনিয়নের চিউরতলী বাজার এলাকায় ৬শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মন্ত্রী সহধর্মীনি মে হ্লা প্রু। বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি মে হ্লা প্রু বলেন, আমি রাজনীতি করতে আসিনি বা কোন ভোট খুঁজতেও আসিনি। আমি মানবতার টানে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

আরও পড়ুন