রোয়াংছড়ি পিসিপি’র সভাপতি উহ্লা অং মারমা আটক

NewsDetails_01

রোয়াংছড়ি পিসিপি সভাপতি উহ্লা অং মারমা
রোয়াংছড়ি পিসিপি সভাপতি উহ্লা অং মারমা
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার পিসিপি সভাপতি উহ্লা অং মারমা(২৫)কে আটক করেছে যৌথবাহিনী। উহ্লাঅং মারমা রোয়াংছড়ি নতুন পাড়ার অংগ্যপ্রু মারমার ছেলে। পিসিপি সভাপতি উহ্লা অং রোববার সকাল সাড়ে দশটার দিকে বান্দরবানের মাছ বাজার থেকে মাছ কিনতে যাওয়ার সময় তাকে আটক করে। সে একজন মাছ ব্যবসায়ি বলে জানা গেছে।
সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল গোলাম হায়দার জানান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ উহ্লামংকে আটক করা হয়েছে। উহ্লামং মারমাকে প্রথমে রোয়াংছড়ি সেনাবাহিনীর ক্যাম্পে ও পরে জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বান্দরবান জেলা সদরের জোন কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বান্দরবান সদর থানার ডিউটি অফিসার রুমা বড়ুয়া পাহাড়বার্তাকে বলেন, পিসিপি’র সভাপতিকে আটকের ব্যাপারে আমাদের জানানো হয়নি। এদিকে পরে তাকে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান সেনাবাহিনীর সদর জোনের এই অধিনায়ক।

আরও পড়ুন