রোয়াংছড়িতে বৃক্ষ মেলা শুরু

NewsDetails_01

রোয়াংছড়িতে বৃক্ষ মেলার শুরু
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যৌথ আয়োজনে “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশী ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও ফলদ বৃক্ষ মেলা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাউসাং মারমা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রকাশ বড়ুয়া সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাউসাং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, নেইতং বইতিং বম,আলেক্ষ্যং ইউপির চেয়ারম্যান বিশ্বাথ তঞ্চঙ্গ্যা,উপজেলায় কৃষি কর্মকর্তা হাবিবুন নেছ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কৃষি অফিসের সহায়তায় ফলদ বৃক্ষ রোপন করে অনেকে লাভবান হচ্ছে, তাই সবাইকে গাছ লাগাতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২৭ জন সফল কৃষকদের মাঝে বীজ সংরক্ষনের লক্ষে উপজেলা কৃষি অফিস থেকে প্লাষ্টিক ড্রাম বিতরণ করা হয়।

আরও পড়ুন