রোয়াংছড়িতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ

NewsDetails_01

রোয়াংছড়িতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় “বাল্যবিবাহ বন্ধ করি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কিশোর কিশোরী সুরক্ষার ক্লাবের ও স্বর্ণ কিশোর-কিশোরী নেটওর্য়াক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শামছুর আলম,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, উপজেলা প:প: কর্মকর্তা শান্তিজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন প্রমুখ।
এছাড়া শতাধিক ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে আলোচনা সভায় রোয়াংছড়ি কিশোর কিশোরী সুরক্ষার ক্লাবের সদস্য ও রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্য বিবাহ প্রতিরোধে উপর একটি নাটিকা পরিবেশন করেন।

আরও পড়ুন