রোয়াংছড়িতে দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

NewsDetails_01

রোয়াংছড়িতে দূর্গাপূজা উদযাপনের জন্য নির্মিত প্রতিমা
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোয়াংছড়ি পূজা উদযাপন কমিটির সূত্রে জানা যায়, উপজেলাতে কেবল ১টি মন্দির আছে এতে সার্বজানীন ভাবে পূজার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও নানা ভাষাভাষী আদিবাসী সম্প্রদায়ের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বান্দরবানে সম্প্রীতির কারনে রোয়াংছড়ি উপজেলায় কোন প্রকার সমস্যা হবে না বলে আশা ব্যক্ত করেন পূজার উদযাপন কমিটি সদস্যরা।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নেপাল দাশ জানান, কাল মঙ্গলবার থেকে শুরু হবে শারদীয় দূর্গাপূজা। পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পূজার মন্ডপ ও মন্দিরে নিরাপত্তা বাহিনী থাকবে। এদিকে পূজাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তা টহল জোরদার করেছে উপজেলাটিতে।

আরও পড়ুন