বান্দরবানের রোয়াংছড়ি সদরের রোয়াংছড়ি পাড়ার বাসিন্দা মেপ্রু চিং মারমা (২৬) নামে এক বিধবা নারী গলায় ফাঁসি খেয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার সকালে মেপ্রু চিং মারমা নিজ বাড়িতে আত্মহত্যা করে। স্থানীয় সূত্রে জানা গেছে,মেপ্রু চিং মারমা রোয়াংছড়ি পাড়ার মংলুং মারমার মেয়ে। বিধবা মেপ্রু চিং মারমা শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। সে কি কারণে আত্মহত্যা করেছে এই বিষয়ে কেউ কিছু জানেন না। এদিকে এঘটনার পর রোয়াংছড়ি উপজেলায় পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা ও রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা ঘটনাস্থল পরিদর্শন করেন। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর আলী বলেন, মেপ্রু চিং মারমা আত্মহত্যা করেছে এমন খবর পাওয়া পর পুলিশ লাশটি উদ্ধার করে। পরে লাশ বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
কখন হলো….?
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB