রোহিঙ্গাদের জন্য বান্দরবানের জেলা প্রশাসকের কাছে ত্রাণ হস্তান্তর

NewsDetails_01
রোহিঙ্গাদের জন্য বান্দরবানের জেলা প্রশাসকের কাছে ত্রাণ হস্তান্তর করছে রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী একেএম জাহাঙ্গীর
NewsDetails_03

রোহিঙ্গাদের সাহায্যে ত্রাণ দিল বান্দরবানের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার বিকালে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের হাতে ত্রান সামগ্রী তুলে দেন বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারী একেএম জাহাঙ্গীর।
এ সময় অন্যান্যদের মধ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজিজুর রহমান, বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিনারুল হক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা মোহাম্মদ আলম উপস্থিত ছিলেন। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবস্থানকারী ৭৮ রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
এ বিষয়ে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী একেএম জাহাঙ্গীর বলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রোহিঙ্গাদের জন্য বান্দরবানের সাধারণ জনগনের কাছ থেকে ব্যবহৃত কাপড়, বিভিন্ন এনজিওর কাছ থেকে বালতি,পলিথিনও স্যানিটারি জিনিস সংগ্রহ করে আমার কাছে জমা দেয়, আর আমি রোহিঙ্গাদের বিতরণের জন্য এইসব সামগ্রী জেলা প্রশাসকের হাতে হস্তান্তর করি।

আরও পড়ুন