মারমাদের জলকেলি উৎসব নিয়ে সংবাদ সম্মেলন

NewsDetails_01

নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য জেলা বান্দরবানে আগামী ১৩ এপ্রিল থেকে চারদিনব্যাপী মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং পোয়ে বা জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে । স্থানীয় রাজার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

মঙ্গলবার সকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মা্ধ্যমে এ তথ্য জানান উৎসব উদযাপন কমিটির সহ সভাপতি মেনিপ্রু ।

NewsDetails_03

তিনি আরো জানান, ১৩ তারিখ সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হবে । ১৪ তারিখ বিকালে বুদ্ধ স্নান, ১৫ ও ১৬ তারিখ বিকাল সাড়ে ৩টায় স্থানীয় রাজার মাঠে মৈত্রি পানি বর্ষণের আয়োজন করা হয়েছে । এ দিন তরুণ-তরুণি, যুবক-যুবতিরা নিজেদের পরিশুদ্ধ করার জন্য একে অপরের গাঁয়ে মঙ্গল জল ছিটাবেন ।

এ সময় উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি হ্লা গ্য চিং, বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা ।

আরও পড়ুন