মানবতার কল্যাণে মেধাকে কাজে লাগাতে হবে : দিলীপ কুমার বণিক

NewsDetails_01

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এখন থেকেই স্বপ্ন দেখতে হবে। এজন্য শিক্ষার্থীর মেধাকে কাজে লাগাতে হবে মানব সভ্যতার কল্যাণে। তবেই একদিন পূরণ হবে সেই স্বপ্ন। জীনামেজু অনাথ আশ্রম থেকে ২০১৭সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, বিতর্কসহ সকল সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। তবেই শরীর-মন দুটোই ঠিক থাকবে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজের সভাপতিত্বে জীনামেজু অনাথ আশ্রম প্রাঙ্গনের সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু, সহকারি কমিশনার (ভুমি) সায়েদ ইকবাল, আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উনন্দমালা ভিক্ষু প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সংবর্ধণা শেষে লামা থানা, উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, মৌজা হেডম্যান কার্যালয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, ভুমি অফিস, পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

আরও পড়ুন