বাল্য বিবাহ রোধে হেডম্যান কারবারীদের দায়িত্ব অপরিহার্য

NewsDetails_01

থানচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
বাল্য বিবাহ রোধে হেডম্যান কারবারীদের দায়িত্ব অপরিহার্য, দায়িত্ব পালনে ব্যর্থ হলে উপজেলা প্রশাসন কিংবা থানায় অভিযোগ আসলে হেডম্যান কারবারীদের সরকারি দায়িত্ব অবহেলা বলে গন্য করা হবে এবং তাহাঁদের সরকারি সম্মানি ভাতা থেকে কর্তণ করা হবে বলে বান্দরবানের থানচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিন্ধান্ত গৃহীত হয় ।
আজ মঙ্গলবার সকাল ১০টা উপজেলা আইন শৃঙ্খলা কমিটি সভা উপজেলা প্রশাসন আয়োজন করেন। থানচি উপজেলা জনসেবা কেন্দ্র (গোলঘর ) এর অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গির আলম, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ),মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী এর প্রতিনিধি মংথোয়াইম্যা মারমা ( রনি), অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর সাক্তার,ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, মং প্রু অং মারমা, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ দপ্তরে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা আইন শৃঙ্খলা কমিটি সদস্যরা উপস্থিত ছিল । সভা শেষে সকল হেডম্যান করাবরীদের চিঠি দিয়ে জানানো কথা উল্লেখ করা হয় ।

আরও পড়ুন